স্পোর্স্ট ডেক্স ॥ ২০২০ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জুয়াড়ির প্রস্তাব গোপন করায় জাতীয় দলের ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের নিষেধাজ্ঞাসহ সাড়ে ৪২ লাখ রুপি জরিমানা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির দেয়া শাস্তির বিপক্ষে আপিল করে শাস্তির পরিমান কমিয়ে এক বছরে নিয়ে আসেন আকমল। কিন্তু আর্থিক জরিমানায় কোনো পরিবর্তন আসেনি। জানা গেছে, ঘোষিত সাড়ে ৪২ লাখ রুপিই জরিমানা দিতে হবে আকমলের। একটি সূত্র বলছে, এত আর্থিক জরিমানার দেওয়ার মতো সামর্থ্য নাকি আকমলের নেই। সেই সূত্র জানিয়েছে, আর্থিক জরিমানার টাকা কিস্তিকে পরিশোধ করার আবেদন জানিয়েছেন আকমল। কিন্তু আকমলের আবেদন নাকচ করে দিয়েছে পিসিবি। আকমলকে এক সাথে পুরো টাকা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে উমর আকমলের সংগ্রহ যথাক্রমে ১০০৩, ৩১৯৪ ও ১৬৯০ রান। পাকিস্তানের ক্রিকেটে ফিক্সিং নিয়মিত ব্যাপার। সিংহভাগ ক্রিকেটার ফিক্সিংয়ে যুক্ত। তারপরেও আকমলের বক্তব্য শুনে তাকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে আদালত। ক্রিকেটে ফিরতে পেরে খুশি আকমল বলেন, ‘ক্রিকেটই আমার রুটিরুজি। এক বছর দূরে থেকে আমি কত ভুগেছি তা আমিই জানি।