চির নিদ্রায় বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ॥ কসবা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি (১৯৬৮-৭০), স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, বাংলাদেশ জুট এসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন) । গত মঙ্গলবার (১৩) এপ্রিল সন্ধ্যায় ঢাকা খিলগাঁও তাঁর নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর শুনে কসবায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাত ১২টায় শাহজাহানপুর কলোনী মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৪ এপ্রিল) তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া কসবার চড়নাল গ্রামে নিয়ে আসা হয়। পরে বাদ জোহর চড়নাল ঈদগাহ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রিয় মর্যাদা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এলাকার সাংসদ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভ্ইূয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাংবাদিক মো.সোলেমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মো.শহীদুল্লাহ। জানাযা শেষে মরহুমের কফিনে উপজেলা পরিষদ, সিডিসি স্কুল ও সকালের সূর্য পরিবার , কসবা প্রেসক্লাব ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও মরহুমের জানাযায় শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.