লক ডাউন এর যথার্থতা

লক ডাউন বা সার্বিক কল্যাণের চিন্তায় ঘরবন্দি অবস্থার যথার্থতায় বিঘœ ঘটেছে। হ্যাঁ এই বিঘেœ যাদের ভুমিকা সর্বাঘ্রে তারা হল আমাদের মত আম জনতা। সরকারের সদিচ্ছার কোন কমতি ছিল না আবার বাড়াবাড়ির দৃশ্যও অবলোকন করা গেছে। আমাদের মধ্যে হামছে বড়া কন হে ভাব বিরাজমান ছিল এবং আছে তবে ভবিষ্যতে না থাকলে ভাল। আইন-কানুন এবং সরকারের আদেশ ও নিষেধের প্রতি শ্রদ্ধা দেখিয়ে পালন করাই হউক আমাদের সকলের কর্তব্য ও দায়িত্ব। সরকার সর্বাত্মক চেষ্টা করেছে মানুষের জান-মালের হেফাজত করার জন্য। তবে দুভাগ্য হলো এইখানে যে, আমরা কত আভাগা জাতি তা এই দুর্যোগে আবারো প্রমানিত হলো। কেমন মানুষ আমরা যে, এক বা দুই সপ্তাহ বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় যোগান যোগাতে আমরা অক্ষম। আমরা পিপড়া বা পোকা-মাকড় ও পশুপাখির চেয়েও নিকৃষ্ট। আসলে আমাদের সবই আছে এবং ছিল কিন্তু সমস্যাটা হলো আমাদের স্বভাবে। কথায় আছে না অভাবে স্বভাব নষ্ট। কিন্তু আমার ঈমান ও বিশ^াস শিক্ষা দেয় যে, স্বভাবে অভাব নষ্ট। স্বভাবের কাছে অভাব পরাজিত; তাই স্বভাবে পরিবর্তন আনয়ন করা জরুরী। দেখেন না কিভাবে কত টাকা খরচ করে বাড়ি যায় এবং আসে আর ঘরে থাকার বেলায় কতো ফন্দি। তারপরও বলব সরকারের চেষ্টা ছিল এবং আছে সকল রিপু দমনে। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট সকল দুর্যোগেরই অবসান হবে তবে রয়ে যাবে এর থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা।
নিত্য প্রয়োজনীয় পন্য পরিবহন ব্যবস্থা, সামগ্রী উৎপাদন, অফিস-কারখানা ও ব্যবসার দিকে নজর দিয়ে যা যা করার তাই করেছেন তবু কোথায় যেন এক অদৃশ্য ঘাটতি রয়ে গেছে। ব্যবসা-বাণিজ্যের কথা চিন্তা করে লকডাউন শিথিল করে বাজার উন্মুক্ত করে দিয়েছে যাতে করে আগামীর অগ্রগতিতে কোন প্রতিবন্ধকতা তৈরী না হয়। তারপরও কি আমরা সন্তষ্ট? না অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কোথাও যেন ভুল ধরা বা সমালোচনা করার জন্য প্রস্তুতি নিয়ে ঘাপটি মেরে বসে আছে কেউ কেউ। তবে যেই কারণে এই লক ডাউন সেই কারণের কোন হের-ফের হয়েছে বলে মনে হয় কি? হয়লে ভাল আর যদি না হয় তাহলে আরো ভাল। সবই সময়ে বলে দেবে এবং সময়ের কাঠঘড়াই ইতিহাস স্বাক্ষী হিসেবে অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। যা অতিত দেখে শিক্ষা নিয়েছি এবং ভবিষ্যত সম্পর্কে বলার সুযোগ ও সাহস পেয়েছি।
টিকা নেয়াতে আগ্রহ -অনাগ্রহের দোলন চাপায় এখন টিকা বানিজ্য। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মানুষের দেয়া ওয়াদা বা চুক্তি কোনটিই টেকসই নই। কিন্তু এই বিষয়ে সৃষ্টিকর্তা কি বলে “তোমাদের মুখের কথার হ্যাঁ যেন হ্যাঁ হয় আর না যেন না হয়।” কিন্তু আমরা এখন কোথায়? টিকা নিয়ে যে অনিশ্চয়তা বিরাজমান তার অবসান হবে কিন্তু যে অন্যায্য দৃশ্যমান তার অবসানে কাজ করছে সরকার। তবে এই টিকা কেন্দ্রীক যেন পারস্পারিক সুসম্পর্কে ঘাটতি না হয় সেই দিকে লক্ষ রাখা প্রয়োজন। ভারত অপারগতায় চিন ও রাশিয়ার সহায়তার প্রসারিত হাতে হাত রাখতে একটু সতর্কতা প্রয়োজন আছে বৈকি। তবে এই মুহুর্ত্তে টিকা নির্ভরতার চেয়ে খোদা নির্ভরতায় জোর দেয়া জরুরী। ভন্ডদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষায় সকলের একযোগে এগিয়ে আসা উচিত। সম্মানীজন: জ্ঞানী, গুণী, শিক্ষক, ধর্মীয় গুরু, ওস্তাদ, হুজুর, পাষ্টর, পালক, পাদ্রি, পুরোহিতসহ সকলকেই শ্রদ্ধা ও সম্মানের স্থানে রাখা আবশ্যক। প্রশাসনিক পদস্থ কর্মকর্তা ও কর্মচারী এবং সমাজের মুরুব্বী ও সম্মানীতদের এমনকি বিভিন্ন পেশায় যারা পদাধিকার বলে সম্মানিত তাদেরকে সম্মান করার যে রেওয়াজ ছিল তা পুনরুদ্ধার করে বাস্তবে দৃশ্যমান রাখা জরুরী। প্রত্যেকের অবস্থান থেকে ভাল আচরণ করা জরুরী। মোট কথা যা সত্য, যা উপযুক্ত, যা সৎ, যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভাল এবং প্রশসংসার যোগ্য সেই দিকে তোমরা মন দাও।” এই যদি হয় আমাদের সকলের আচরণ এবং ভবিতব্য তাহলে আর নৈরাজ্য ও বিশৃঙ্খলা এমনকি হতাশা ও অশান্তি এমনকি অনিশ্চয়তা গ্রাস করতে পারবে না। জেল – জুলুম এমনকি বিচারের বানীর কোন প্রয়োজনই পড়বে না। তবে এই সমাজ ব্যবস্থাই হউক আমাদের আগামীর নতুন সংস্কৃতির ধারক ও বাহক।
পুর্বের লকডাউন এবং বর্তমান লকডাউন এর যে ফারাক চোখে পড়ে তা বলে কয়ে বোঝানো যাবে না। তবে আমি পুর্বে সারা দেশ ঘুরেছি কিন্তু এবার অসুস্থ্য হয়ে শুধু লোক পাঠিয়ে খবর নিয়েছি এবং টিবির পর্দায় দেখে ও শুনে লিখতে সাহস করেছি। তবে যা দেখলাম ও শুনলাম তা শুধু কথার কথায় পর্যবসিত বলে মনে হয়েছে। তবে আমি প্রথম দিন আমার প্রেস ষ্টিকার সাটানো গাড়ি আটকের ঘটনায় আশ্চয্য না হয়ে বরৎ আশান্বিত হয়েছিলাম কিন্তু পরক্ষনেই যে অবস্থা দেখছি তাতে হতাশই হয়েছি। বাঙ্গালী আসলেই বন্দী থাকার নয় যা বঙ্গবন্ধু সেই পরাধিনতার শিকল ভেঙ্গে প্রমান করেছেন এবং সেই প্রমানের জোয়ারে এখনও অগ্রসর হচ্ছে। কোন ভয়ভীতিকে তোয়াক্কা করার জাতি বাঙ্গালী নয় তা বার বার প্রমান করেছে এবং সূদুর ভবিষ্যতেও করবে। তাই আগামীর করণীয় ঠিক করতে এখনই এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে ভাবতে হবে। সাবির্ক ও সার্বজনিন কল্যাণের তরে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যাবে দেশ, জাতি এবং আমার প্রাণপ্রীয় সরকার এই কামনাই করি।

Leave a Reply

Your email address will not be published.