আন্তজার্তিক ডেক্স ॥ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো বিধ্বস্ত ভারত। জোরগতিতে টিকাদান কর্মসূচি চালানোর পরও প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে দেশটিতে আবারো হাসপাতাল থেকে করোনা টিকা চুরির অভিযোগ উঠেছে। সেটাও আবার দিল্লির পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা থেকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনা মহামারিতে ভারতের বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যে হরিয়ানা অন্যতম। কিন্তু এরপরও রাজ্যটির বিরুদ্ধে টিকা নষ্টের অভিযোগ উঠেছিল। এবার তার দোসর হলো চুরি। রাজ্যটির ঝিন্দ জেলার সরকারি হাসপাতালের স্টোর থেকে করোনা টিকার ১ হাজার ৭১০টি ডোজ চুরি হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চুরি হয়ে যাওয়া করোনা টিকার মধ্যে ১ হাজার ২৭০টি কোভিশিল্ডের এবং ৪৪০টি কোভ্যাক্সিনের টিকার ডোজ। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তারা। শুরু হয়েছে তদন্তও। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, করোনা টিকা সংরক্ষণ করে রাখা ঘরটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এমনকি টিকা বা স্টোরের নিরাপত্তায় ঘরের বাইরে কোনো নিরাপত্তাকর্মীও ছিলেন না।
অবশ্য ভারতে ওষুধ চুরির ঘটনা এবারই প্রথম নয়। কিছুদিন আগে রাজস্থানে ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ টিকা কোভ্যাক্সিনের ৩২০টি ডোজ চুরি হয়ে যায়। জয়পুরের শান্তিনগরে কানওয়াতি হাসপাতালের ভ্যাকসিন সেন্টার থেকে হিমাগারে নিয়ে যাওয়া হচ্ছিল টিকাগুলো। মাঝপথে টিকার ৩২টি সিসি চুরি হয়ে যায়। প্রতিটি সিসিতে টিকার ১০টি ডোজ থাকে। অর্থাৎ সব মিলিয়ে টিকার ৩২০টি ডোজ চুরি হয়।