স্পোর্স্ট ডেক্স ॥ তিন ফরম্যাটের নেতৃত্ব পাওয়ার পর বাবর আজমের অধীনে খুব বেশী খারাপ পারফর্ম করেনি পাকিস্তান। কিন্তু তারপরও যেন কটুকথা শুনতে হয় তাকে। নিয়মিত যে কথা শুনতে হচ্ছে তা হলো, নিজ দলের ওপর পূর্ণ কর্তৃত্ব নেই বাবরের। যার অর্থ দাঁড়ায় দল পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারেন না বাবর। সবশেষ এই মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও স্পিনিং অলরাউন্ডার শোয়েব মালিক। এমনকি মিসবাহ উল হকের বদলে বিদেশি কোচও চেয়েছিলেন তিনি।
এসব মন্তব্য শুনে অবশ্য একটু বিরক্তই হয়েছেন বাবর। এ মন্তব্যের বিপরীতে শক্ত জবাব দিয়েছেন তিনি। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, ‘এই আলোচনার একটা ইতি আসা উচিত। প্রতিবার এই একই প্রশ্ন করা হচ্ছে যে, আমার কি না দলের ওপর নিয়ন্ত্রণ নেই। আপনারা মাঠেই দেখতে পারেন, সব সিদ্ধান্ত আমি নিয়ে থাকি। দলের একাদশও আমি সাজাই, টিম ম্যানেজম্যান্ট নিজেদের মন্তব্য দেয়। অধিনায়ক হিসেবে আমি আমার দায়িত্ব-কর্তব্য বুঝি।
এদিকে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের বিদেশি কোচ প্রয়োজন বলেছিলেন মালিক। এক্ষেত্রে মিসবাহর পক্ষে দাঁড়িয়েছেন বাবর। কারণ মিসবাহর অধীনেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতেছে পাকিস্তান। বাবর বলেন, ‘কোচিং প্যানেল নিয়ে আমার সমস্যা নাই। এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিষয়। টিম ম্যানেজম্যান্ট দলের সব খেলোয়াড়দের ভালোভাবে দেখভাল করছে তাই আমি খুশি।’