নিজস্ব প্রতিবেদক ॥ বগুড়ার শিবগঞ্জে ভূমিকম্পে নড়বড়ে হয়ে যাওয়া মাটির দেয়ালের নিচে চাপা পড়ে বাপ্পী হাসান সিয়াম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে উপজেলার বিহার ইউনিয়নের সোলাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম সোলাগাড়ি গ্রামের ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয় আলীগ্রাম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। বিহার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেছার রহমান জানান, সোলাগাড়ি গ্রামের সিয়ামের বাড়ির পাশের একটি দেয়াল আগে থেকেই দুর্বল হয়ে ছিল। বুধবার সকালে ভূমিকম্পে সেটি আরও দুর্বল হয়ে পড়ে। ভূমিকম্পের প্রায় এক ঘন্টা পর সিয়াম দুর্বল হয়ে পড়া সেই দেওয়ালের পাশে বসে মোবাইল ফোনে গেমস খেলছিল। এমন সময় সকাল সাড়ে ৯টার দিকে দেওয়ালটি ধ্বসে সিয়ামের ওপর পড়ে এবং মাথায় প্রচন্ড আঘাত পায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই সিয়ামের মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ভূমিকম্পে হঠাৎ মাটি ও ঘর-বাড়ি কেঁপে ওঠে। এ সময় অনেকেই দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বগুড়া আবহাওয়া অফিসের টেলি প্রিন্টার অপারেটর শাফিউল ইসলাম কাফি ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে হলেও বগুড়ার এর তীব্রতা কম ছিল। ভূমিকম্পে কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।