সুনামগঞ্জ প্রতিনিধি ॥ অভাব এবং পারিবারিক কলহের কারণে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্বরে উপত্যকা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা চৌধুরী (৫৫) ওই এলাকার বিভুতি চৌধুরীর স্ত্রী। গত শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক টনাপড়েন নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য ছিল ঝর্ণা চৌধুরীর। সংসারের দায়িত্ব পালন করতেন না স্বামী। এসব বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে ছিল। গত বৃহস্পতিবার রাত ৯টার সময় নিজ বাসার একটি কক্ষের মধ্যে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন ঝর্ণা। সামনের কক্ষে তার তিন কন্যা তখন পড়ার টেবিলে ছিলেন। স্বামীও বাড়িতে ছিলেন। তারচিৎকার শুনে স্বামী এবং মেয়েরা কক্ষের দরজা ভেঙে পানি দিয়ে আগুন নেভায়।
তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাপাতালে রেফার্ড করেন। সিলেট যাওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের বড় মেয়ে পূর্বা চৌধুরী প্রিয়া বলেন, আমাদের পড়ার ঘরে রেখে মা রান্নাঘরে গিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। আমরা চিৎকার শুনে দরজা ভেঙে উদ্ধার করি। হাসপাতালে যাওয়ার পথে আমার মা মারা গেছেন। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, আমরা গত শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ এখনো সিলেট ওসমানীতে রয়েছে। স্বজনরা বলছেন এটি আত্মহত্যা। তবে পারিবারিক টানাপড়েন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ছিল।