ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন গ্রামে ডায়রিয়া প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একদিকে করোনা আতংক অপরদিকে ডায়রিয়া প্রকোপে জনমনে অস্বস্থি বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সুত্রে জানা যায়, গত শনিবার থেকে গত রবিবার সকাল দশটা পর্যন্ত মোট দশজন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। ভর্তিকৃত ডায়রিয়া রোগীরা হলেন; উপজেলার শাহপুর গ্রামের রাবেয়া খাতুন (৫০),বিলঘর গ্রামের রহিমা খাতুন (৩৫), জাজিয়ারা গ্রামের সামিউল হোসেন (১১), বায়েক গ্রামের জান্নাতুল ফেরদৌস (৩৫), হরিয়াবহ গ্রামের বজুল মিয়া, বিলঘর গ্রামের গিয়াস উদ্দিন (৫০), নেয়ামতপুর গ্রামের রওজামনি (১৩), দক্ষিনখার গ্রামের রোজিনা আক্তার (৩২), খাড়েরা গ্রামের হাফেজা বেগম (৭৫) ও বাড়াই গ্রামের ফাহমিদা আক্তার (১৬)। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল বলেন; অতিরিক্ত গরমের কারনে ডায়রিয়া প্রকোপ দেখা দিলেও তা নিয়ন্ত্রনের মধ্যে আছে। স্বাস্থ্য সহকারীরা টিকা দান কর্মসূচীর পাশাপাশি মা ও শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন। স্বাস্থ্য কমপ্লেক্্ের পর্যাপ্ত ওষূধ রয়েছে। আমারা চিকিৎসা দিয়ে যাচ্ছি।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post