কসবায় ভারতীয় গাঁজাসহ পাচারকারী গ্রেপ্তার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় গাঁজা সহ সোহাগ সরকার (৩০) নামে এক পাচারকারীকের গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার কুটি ইউনিয়নের বাইসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে সাত প্যাকেটে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের সুলতান সরকারের ছেলে। তাকে গতকাল রবিবার (২৫ এপ্রিল) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়; গত শনিবার রাতে উপজেলার কুটি বাইসার এলাকায় গ্রামবাসী রাতে চোর-ডাকাত পাহাড়া দিচ্ছিল। এসময় রাতে চলাচলকারী প্রতিটি সিএনজি গ্রামবাসী তল্লাসী করছিলো সিএনজিতে চোর-ডাকাত চিহ্নিত করার জন্য। তল্লাসীকালে সিএনজিতে থাকা গাঁজা পাচারকারী সোহাগ তার হাতে থাকা গাজার ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। কসবা থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর ভূইয়া জানান; উপজেলার বাইসার গ্রামবাসী সিএনজিতে চোর-ডাকাত তল্লাসী করার সময় ভয়ে গাজা পাচারকারী সোহাগ পালানোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গাজাসহ তাকে গ্রেপ্তার করে এনে গাজা সহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.