ইহুদিদের টার্গেট করে বায়তুল মুকাদ্দাস নিয়ে কঠিন বার্তা খ্রিস্টান ধর্মযাজকের

আন্তজার্তিক ডেক্স ॥ বায়তুল মুকাদ্দাস মুক্তির সময় ঘনিয়ে আসছে বলে ইহুদিদের টার্গেট করে কঠিন বার্তা দিয়েছেন অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের রোমান অর্থোডক্স চার্চের আর্চবিশপ আতাউল্লাহ হানা। তিনি বৃহস্পতিবার বিশ্ব কুদস দিবসকে সামনে রেখে এ কথা বলেন।
তিনি বলেছেন, মুসলমান ও খ্রিস্টানসহ বিশ্বের সকল মুক্তকামী মানুষের প্রতি আমার আহ্বান আপনারা বায়তুল মুকাদ্দাসকে একা হতে দেবেন না এবং বায়তুল মুকাদ্দাস ও এর ইতিহাস-ঐতিহ্য-পরিচিতিকে যেসব জল্লাদ টার্গেট করেছে তাদের ওপর আঘাত হানুন। আর্চবিশপ আরও বলেন, ফিলিস্তিনের লক্ষ্য-আদর্শ ও স্বপ্ন মুসলমান ও খ্রিস্টানদেরকে ঐক্যবদ্ধ করেছে। তারা উভয়ই বায়তুল মুকাদ্দাসের সন্তান। বায়তুল মুকাদ্দাসের বিরুদ্ধে ইহুদিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলায় সোচ্চার হওয়া সকল মানুষের নৈতিক, মানবিক, ধর্মীয় ও জাতীয় দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ব কুদস দিবস। ইরানের মহান রূপকার ইমাম খোমেনী (রহ.) পবিত্র রমজান মাসের শেষ গত শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে ঘোষণা করেন। সূত্র : পার্সটুডে।

Leave a Reply

Your email address will not be published.