কসবায় ব্যাপক যানযটে জনদুর্ভোগ ॥ প্রশাসনের নজরদারী প্রয়োজন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদকে সামনে রেখে পৌর সদরের মরহুম এডভোকেট সিরাজুল হক সেতুর দু’পাশে ব্যাপক যানযট সৃষ্টি হচ্ছে। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহন করা হচেছনা। ফলে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। কসবা সুপার মার্কেট চৌমুহনী থেকে কসবা নতুন বাজার টি.আলী কলেজ পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানযট লেগে থাকে। মারাত্মক যানযট সৃষ্টি হওয়ার কারন হিসেবে সড়কের দু’ধারে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড, মিনি ট্রাক-পিকাপ ষ্ট্যান্ড, অবৈধ ফলমুলের দোকান, চায়ের দোকান ইত্যাদিতে ফুটপাতগুলোও দখল হয়ে গেছে। সুপার মার্কেট প্রাঙ্গনে অবৈধ চায়ের দোকান, ফলমুলের দোকান, মাংসের দোকান ও রাজনৈতিক দলগুলোর তিনটি কার্যালয় থাকায় জনচলাচল মারাত্মক বিঘœ ঘটছে। অন্যদিকে সুপার মার্কেটের ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। সরকারী দলের তিনটি কার্যালয় থাকায় নেতাকর্মী ও সমর্থকদের শত শত মোটর সাইকেল সড়কের উপর রাখার স্বাভাবিক যান চলাচল প্রতিনিয়তই ব্যহত হচ্ছে এবং চালকদের মধ্যে হাতাহাতি-মারামারি লেগেই আছে। সিএনজি চালক আবদুর রহিম জানান; উপজেলা প্রশাসন ও পৌরসভা থেকে ট্রাফিক ব্যবস্থা না করায় প্রতিনিয়ত এখানে যানযট লেগেই আছে। ফলে জনজীবনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পথচারী আবদুল কুদ্দুছ জানান; সরকারী দলের তিনটি কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের মোটর সাইকেল রাখা সিএনজি ষ্ট্যান্ড, পিকাপ ষ্ট্যান্ড, ফলমুলের দোকান বসার ফলে প্রতিনিয়ত যাটযট লেগে আছে। কসবা থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর ভ’ইয়া বলেন, যানযট নিরসনে পুলিশী ব্যবস্থা গ্রহন করা হবে। কসবা পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল বলেন; যানযট নিরসনে রাস্তার উপরে থাকা সিএনজি ষ্ট্যান্ড অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে। সিএনজি ষ্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিলে এ যানযট কমে আসবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান; সহসাই একজন এস.আই’র একদল পুলিশ যানযট নিরসনে কাজ করবে। সিএনজি ষ্ট্যান্ড ও ফুটাপাতের দোকানপাট অন্যত্র সরানোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান করোনা ভাইরাস নিয়ন্ত্রন হলে আইনমন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শক্রমে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.