টাঙ্গাইল প্রতিনিধি ॥ গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল ভূঞাপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্টের আঙুল কর্তনের অভিযোগে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার (৩ মে) ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বাছিদ মন্ডল ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম তালুকদার বাবলুর স্বাক্ষরিত চিঠিতে আনোয়ার হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
আনোয়ার হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। চিঠিতে বলা হয়, পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের নির্বাচনি কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমকে এবং আওয়ামী লীগের অন্য কর্মীদের ওপর নিজ স্বার্থ হাসিলের জন্য অতর্কিত হামলা করা হয়। এ সময় সূচী বেগমকে নির্বাচনি বুথ থেকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের বৃদ্ধা আঙুল কেটে ফেলেন। সে কারণে আপনাকে (আনোয়ার হোসেন) দল থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সব পরিচয় থেকে আপনাকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।