ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তাস খেলাকে কেন্দ্র করে ফারুক মিয়া হত্যা মামলার প্রধান আসামী শাহপুর পূর্ব পাড়া গ্রামের ফয়েজ মিয়ার পুত্র মো.দেলোয়ার মিয়াকে কসবা থানা পুলিশ কুটি চৌমুহনী এলাকা থেকে গত সোমবার (১০ মে) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়; গত ৭ মে বিকেলে মামলার স্বাক্ষী মো.লিটন মিয়া নিহত ফারুক মিয়াকে মোবাইল ফোনে ডেকে কুটি-চৌমুহনী নিয়ে যায়। পরে তারা চারজনে মিলে তাস খেলায় বসে। খেলার মধ্যেই তারা ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে অভিয্ক্তু পৌর এলাকার শাহপুর গ্রামের ফায়েজ মিয়ার ছেলে কামাল মিয়া ও দেলোয়ার মিয়া হাতে থাকা রড ও কাঠের টুকরো দিয়ে এলোপাথারী ভাবে মারতে থাকে ফারুক মিয়াকে। ফারুক মিয়ার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে স্থানান্তর করেন। গত শনিবার (৮ মে) বিকেলে তাকে ঢাকা হাসপাতালে স্থানান্তর করলে ঢাকা নেয়ার পথে মারা যায় ফারুক মিয়া। নিহত ফারুক মিয়াকে বাড়িতে নিয়ে আসলে পুলিশ লাশ ময়না তদন্ত শেষে ফারুক মিয়ার লাশ গতকাল রবিবার পরিবারের নিকট হস্তান্তর করেন।
কসবা থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর ভ’ইয়া বলেন; কুটি-চৌমুহনী এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।