খালেদা জিয়ার শর্তহীন মুক্তিই হবে মানবিক পদক্ষেপ; জেএসডি

প্রশান্তি ডেক্স ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে শর্তহীন মুক্তি প্রদান করাই হবে সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক পদক্ষেপ। তার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে প্রেরণের জটিলতা অবসানে এটাই হবে সরকারের কর্তব্য।
গত মঙ্গলবার এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এসব বলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেওয়া বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘদিনের কারাভোগের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে খালেদা জিয়া মানসিকভাবে স্বস্তি অর্জন করবেন এবং তার পরিবার উন্নত চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারবেন। কিন্তু স্বাধীন দেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা রাজনৈতিক ও আইনগত কূটচালে বাধাগ্রস্ত হলে তা হবে দেশবাসীর জন্য খুবই মর্মান্তিক। সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এহেন পরিস্থিতিতে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি প্রদান করে সব ধরনের অনিশ্চয়তা, আশঙ্কা ও উদ্বেগ অবসানে যথার্থ পদক্ষেপ গ্রহণ করুন।

Leave a Reply

Your email address will not be published.