ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা আক্রান্ত হয়ে ডাঃ মো.শহীদুল্লাহ (৭০) গত রবিবার ভোররাতে ঢাকা আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। জানা যায় তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসক মো. শহীদুল্লাহ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। চাকুরী থেকে অবসর গ্রহনের পর তিনি কসবা পৌর শহরের হাসপাতাল রোডে নতুন বাজার এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। সেই বাসায় তিনি নিয়মিত রোগী দেখতেন। উল্লেখ্য তাঁর কোনো সন্তানাদি ছিলোনা। স্থানীয় বেসরকারী হাসপাতাল আল নুরে তিনি খন্ডকালীন রোগীদের দেখাশুনা করতেন।
তাঁর প্রতিবেশীরা জানান; গত দুই সপ্তাহ আগে তাঁর স্ত্রী আলেয়া এ তানজিয়া করোনা আক্রান্ত হন। শারীরিক ভাবে অসুস্থ্য হওয়ায় তাকে ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসাতালে ভর্তি করেন। তিনি এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ আগে চিকিৎসক মো. শহীদুল্লাহও করোনা আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ধীরে ধীরে তাঁর অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরে গত শনিবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হলে রবিবার ভোররাতে তিনি মারা যান। নিহতের লাশ ঢাকার কেরানীগঞ্জে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে কসবা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন; ডাঃ মো.শহীদুল্লাহ একজন নিবেদিত চিকিৎসক হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে কসবাবাসী একজন হৃদয়বান মানুষকে হারালেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।