আঁটসাঁট জিন্স পরা নিষিদ্ধ করলেন কিম

আন্তজার্তিক ডেক্স ॥ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি দেশটিতে স্কিনি ফিট বা আঁটসাঁট ফিটিংয়ের জিন্স পরা নিষিদ্ধ করেছেন। এছাড়া তিনি নিজ দেশের তরুণদের পোশাক আর হেয়ার স্টাইলে বিভিন্ন কড়াকড়ি আরোপ করেছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার তরুণরা এখন থেকে আঁটসাঁট জিন্স পড়তে পারবেন না। তাছাড়া প্যান্টের ডিজাইনে থাকতে পারবে না কোনো রকম নকশা কিংবা ছেঁড়া ডিজাইন। পাশাপাশি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে স্লোগান লেখা থাকা টি-শার্টেও।
কিমের দাবি, এসব পশ্চিমা ফ্যাশনের অনুকরণ তরুণদের উচ্ছৃঙ্খল করে তোলে। সূত্র: ইয়াহু নিউজ

Leave a Reply

Your email address will not be published.