বা আ ॥ দেশে ১মবারের মতো ২-৩ ইন্চি ফুটো করে MICS পদ্ধতিতে হার্টের ডাবল ভাল্ব প্রতিস্থাপন সম্পুর্ন করেছেন একদল তরুন চিকিৎসক। গত ২৫ মে মঙ্গলবার হাসিনা বেগম নামে ৩০ বছর বয়সী এক রোগীর দেহে জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউটের কার্ডিয়াক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আশ্রাফুল হক সিয়ামের অধীনে এই সফল অস্ত্রোপ্রচার হয়।
এই অপারেশনে প্রায় ৮-১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন এবং ৪-৫ ঘন্টা সময়ে তা সফলতার সাথে শেষ করেন। এই ডাবলভাল্ব অপারেশন হার্টের অত্যন্ত জটিল অপারেশন এবং এই MICS পদ্ধতিতে মাত্র ২-৩ ইঞ্চি ফুটো করে ভাল্ব প্রতিস্থাপন সারা বিশ্বেই অত্যন্ত বিরল। ডাঃ সিয়াম বলেন সারা বিশ্বে হাতে গনা কয়েকটি হাসপাতালে এই ধরনের আধুনিক পদ্ধতিতে এই অপারেশন হয়ে থাকে আজ আমরাও সেই মাইলস্টোন এ পা দিতে পেরিছি এবং দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি। এখন আর বিদেশে নয় বিদেশিরাই আমাদের দেশে হার্টের চিকিৎসা নিতে আসবে ইনশাআল্লাহ।
সারা বিশ্ব এখন চিকিৎসাবিজ্ঞানে এগিয়ে যাচ্ছে তারই ধারাক্রমে আমরা ২০১৯ সালের ২৫শে আগষ্ট MICS পদ্ধতিতে সরকারী ভাবে ১ম হার্টের ফুটো অপারেশনের মাধ্যমে পথ চলা শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় আজ আমরা দেশে ১ম বারের মতো গওঈঝ পদ্ধতিতে মাত্র ২-৩ ইঞ্চি ফুটো করে ডাবলভাল্বের মতো জটিল অপারেশন করতে পেরেছি তাই তার কাছে কৃতজ্ঞতা এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন এই দেশে ভবিষ্যতে হার্টের ট্রান্সপ্লান্ট শুরু করতে পারি।
এই অপারেশনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। কার্ডিয়াক সার্জনস সোসাইটি অফ বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ বলেন বাংলাদেশের ১ম অপারেশনের জন্য ডা: সিয়ামকে অভিনন্দন জানাই হার্টের চিকিৎসায় এটা একটা যুগান্তকারী মাইলফলক ।
জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউট এর পরিচালক মীর জামালউদ্দিন বলেন এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমরা জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউট এ এই ধরনের কসমেটিক সার্জারী শুরু করতে পেরেছি। এই পদ্ধতিতে অপারেশনের সুবিধা হলো রোগীর রক্তক্ষরন কম হয় ব্যথা কম অনুভব হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ী যেতে পারে।
তার এই অপারেশনে অন্যান্য সদস্যদের মধ্যেছিলেন অনেস্থেটিকস্ হিসেবে অধ্যাপক ডাঃ শাহনাজ সহকারী অধ্যাপক ডাঃ সালাম; সহকারী অধ্যাপক ডাঃ রোমেনা রহমান, ডাঃ আসিফ আহসান চৌধুরী, ডাঃ ইমরান, ডাঃ মন্জুর, ডাঃ ওয়াহিদা, ডাঃ সায়েম, ডাঃ রুবাইয়াত এবং ডাঃ সৌরভ।