প্রতিবারই আওয়ামী লীগ সরকারের বাজেট বাস্তবায়িত হয়েছে; তথ্যমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রতিবারই সব সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেট বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সব বাজেট বাস্তবায়নের হার ৯৫ শতাংশের ওপরে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে। এ সময় সরকারের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য জীবন ও জীবিকার সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়া। স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশের মাথাপিছু আয় এখন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলার। দুঃখের বিষয়, এই উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না।’

Leave a Reply

Your email address will not be published.