‘মুজিব ভাইকে আমার সত্য বলা নৈতিক দায়িত্ব ছিল’

প্রশান্তি ডেক্স ॥ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু আমাদের প্রাণের মানুষ। প্রাণের মানুষও মাঝে-মাঝে ভুল করে। মৃত্যুর আগের দিন উনি আমাকে সাভার থেকে ডেকে পাঠিয়েছিলেন বাকশালে যোগদানের জন্য। আমি বলেছি মুজিব ভাই, আপনি সারাজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। এই কাজ করবেন না। আমি সত্য বলতে কখনো ভয় পাইনি। সেই যুগেও পাইনি, এখনও পাই না। মুজিব ভাইকে আমার সত্য বলা নৈতিক দায়িত্ব ছিল।
গত বুধবার ( ২ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলে বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) আয়োজিত ‘সুশাসনে গণতন্ত্রের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। শুধু নির্বাচন না, চাই একটি কল্যাণকর রাষ্ট্র।
বিপিপি‘র সভাপতি বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, বিপিপির মহাসচিব এ আর জাফরুল্লাহ চৌধুরী, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক সিকদারসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published.