ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ একজন ঠিকাদারের ঘরে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগে কসবা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন সরকারকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে চালান দিলেও গত শুক্রবারই স্পেশাল কোর্ট বসে আদালত তাঁকে জামিনে মুক্তি দেয়। উল্লেখ্য শিশু-কিশোরদের ফুটবল খেলার ঝগড়াকে কেন্দ্র করে একই ওয়ার্ডের বাসিন্দা ঠিকাদার বজলুর রহমান মৃধার বাড়িতে ৩০/৩৫ জন যুবক নিয়ে হামলা করে তাঁর স্ত্রী ও ৩ ছেলেকে মারধোর করায় কসবা থানায় বজলুর রহমান মামলা করেছিলো। মামলায় কসবা থানা পুলিশ ও ডিবি পুলিশ গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে শুক্রবার কোর্টে প্রেরণ করলে বিকেলে স্পেশাল কোর্ট বসে তাঁকে জামিনে মুক্তি দেয় আদালত।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post