কসবায় চুরি করে ধরা পরায় রিক্সা উপহার পেলেন জয়নাল

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হতদরিদ্র জয়নাল নামক এক যুবককে একটি রিক্স উপহার দিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন । গতকাল শনিবার (১২ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে এই রিক্সাটি উপহার দেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভ’ইয়া এলমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইয়াকুব আলী ভ’ইয়া, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি মো.সোলেমান খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সদস্য মোহাম্মদ হোসেন ও তুষার খান প্রমুখ। উল্লেখ্য জয়নাল ইতোপূর্বে চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়লে তাকে বেদম মারধোর করা হয়। একপর্যায়ে লোকজন তার মাথা ন্যাড়া করে দিয়েছিলো। বিষয়টি স্থানীয় সকালের সূর্য পত্রিকায় প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়। অগ্রভাগীয় সাহিত্য সংগঠন জয়নালকে স্বাবলম্বী হওয়ার জন্য এই রিক্সাটি উপহার দেয়। জয়নাল ঘোষনা করেছে সে আর কখনো অনৈতিক কাজে লিপ্ত হবেনা। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.