আন্তজার্তিক ডেক্স ॥ ভারতের কেরালা উপকূলের এক আশ্চর্য ভূখণ্ড নিয়ে তৈরি হয়েছে রহস্য। গুগল আর্থ মারফত দেখা যাচ্ছে, কোচি থেকে পশ্চিমে একটি অংশে গুগল আর্থ থেকে একটি ভূখণ্ড দেখা যাচ্ছে। যেটিতে আর কিছুই নেই, শুধু উপগ্রহ চিত্রে সাগরের মধ্যে একটি কালো দাগের মতো অংশ।
জুম করলে দেখা যাবে, উপগ্রহ মারফত দেখা যাচ্ছে, এই অংশের উপর দিয়ে জলযান যাওয়ারও চিহ্ন রয়েছে। তাহলে এই অংশটি কী? কোনো ভূখণ্ড? নাকি সমুদ্র্রের তলায় থাকা কোনো স্থলভাগ?
প্রশ্ন আরো দানা বেঁধেছে কারণ, গুগল ম্যাপে এই এলাকার কোনো উল্লেখই নেই। যদি স্থলভাগ তৈরি হয়ে থাকে, তাহলে তো গুগল ম্যাপেও সেটি ধরা পড়ার কথা, কিন্তু তা পড়ছে না। স্বাভাবিকভাবে একটি কৌতুহল তৈরি হয়েছে।
সংবাদ সংস্থা দাবি করেছে, এই রহস্যজনক ভূখণ্ডের আকার পশ্চিম কোচির মতো। ইতিমধ্যে এই উপগ্রহ চিত্র ঘিরে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের মধ্যেই।
কেরালার চেল্লাম কর্ষিকা পর্যটন উন্নয়ন পর্ষদ কেরলের মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে বিস্তারিত গবেষণার জন্য একটি চিঠি পাঠিয়েছে। ইতিমধ্যে সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই নিয়ে গবেষণা শুরু করেছেন।
গবেষকরা প্রাথমিক ভাবে জানিয়েছেন, এটি নিয়ে বিস্তারিত গবেষণা করা একান্তই প্রয়োজন। যদি এমন কোনো স্থলভাগ সত্যিই তৈরি হয়ে থাকে, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে উপকূল এলাকায়। বাস্তবে যদি এটি থেকে থাকে, তাহলে এটি কী উপাদানে তৈরি, সেটিও খতিয়ে দেখতে হবে। সূত্র: আনন্দবাজার।