কসবা থানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সোলায়মান (৮০) গত রোববার রাত সাড়ে বারোটায় তাঁর নিজ গ্রাম কুমিল্লার লাকসাম উপজেলার পরানপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে কসবায় শোকের ছায়া নেমে এসেছে। প্রায় ৪০ বছর তিনি কসবা থানা কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করেছেন। কসবার হাজার হাজার ছাত্র-ছাত্রী তাঁর নিকট ধর্মীয় তালিম নিয়েছেন। তিনি ছিলেন কসবা উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজ বাদ জোহর লাকসাম উপজেলার পরানপুর গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।পরে তাঁকে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও দুই কন্যা রেখে যান।