কামাল নূর, দুবাই প্রবাসী॥ প্রবাসীরা দেশের রত্ন এবং এদের যারা জন্মদিয়েছেন তারাই রত্নগর্ভা মা-বাবা। সেই প্রবাসীরা হউক শিক্ষিত অথবা অশিক্ষিত, তারা পুজনীয় এবং সম্মানের উঁচু স্তরের। তারা কোন ঝামেলাই নেই বরং রক্ত বিক্রি করে প্রতিনিয়ত রসত যুগিয়ে যাচ্ছেন পরিবার তথা মার্তৃভুমি দেশকে। তাদের অর্থের উপর ভর করেই আজ অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশ রেমিটেন্স এবং রিজার্ভ এই দুটো জায়গায়ই মজবুত অবস্থানে রয়েছে। তাই আজ আমাদের ভাবতে হচ্ছে সেই প্রবাসীদের কল্যাণে নিয়োজিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এর সঙ্গে জড়িত সকলকে নিয়ে। সেই প্রবাসিদের কল্যাণে তারা কি কি করছেন বা কি কি করবেন তার কোন দৃশ্যমানতা চোখে পড়েনি। তবে প্রবাসীদের ক্ষতিকর কাজে লিপ্ত রয়েছেন এমন অভিযোগও পাওয়া যায় বটে।
আমরা লিখার একটাই কারণ সেই প্রবাসী যারা দেশে এবং বিদেশে আটকা পড়ে আছে তাদের খোঁজ -খবার নিয়ে প্রয়োজনীয় যোগান দিন। যারা ভ্যাকসিনের অভাবে বিদেশে ছুটি কাটিয়ে ফেরত যেতে পারছে না তাদেরকে সম্মুখসারীর যোদ্ধার মর্যাদা দিয়ে ভ্যাকসিন দিন এবং কর্মস্থলে ফেরত যাওয়ার ব্যবস্থা করুন। আর যারা বিদেশে আটকা পড়ে আছে তাদেরকেও নিয়ে আসুন প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান করে বিরের সম্মানে সম্মানীত করুন। প্রবাসীরা অনলাইন ফরম পুরন বা রেজিষ্ট্রেশন করতে অপারগ অথবা কেউ কেউ পারে কিন্ত ঐ প্রবাসীদের পাসপোর্ট ও ভিসাসমেত হাজির হলেই টিকা দিয়ে সহায়তা করুন এবং জটিলতা নিরসনে এগিয়ে আসুন।
এই বিরদেরকে সাধুবাদ জানাই এবং এই বিরদেরকে যারা দেখাশুনা করছেন তাদেরকেও সাধুবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় পরিপূর্ণতায় পরিপূর্ণ করুন। প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সচল করে সাম্যোর ভিত্তিতে পরিচালিত করুন। সকল নেতিবাচকতা দূর করে আগামীর কল্যাণে গ্রহনযোগ্য ভুমিকা রাখতে প্রধানমন্ত্রীর সকল দিক-নির্দেশনা পালনে সচেষ্ট থাকুন। আমরা আছি ও থাকব আপনাদের সকলের পাসে এই নিশ্চয়তাটুকু দিয়ে বাস্তবে দৃশ্যমান থাকতে চাই।