ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা থানা এসআই গোলাম মোস্তফা হত্যার ঘটনায় পিকআপ চালককে গত শনিবার রাতে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৭ জুন) সকালে তাকে কসবা থানায় আনা হয়। তার নাম ইমরান হোসেন। সে বরিশাল শহরের নুরুল ইসলামের ছেলে। গতকাল রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা সুত্রে জানা যায়, গত ১৭ জুন রাতে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া নামক স্থানে টহলরত থাকা অবস্থায় এসআই গোলাম মোস্তফা পিকআপের ধাক্কায় রাস্তার পাশে
ছিটকে পড়েন। তার সাথে থাকা টহল পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় গোলাম মোস্তফা। তার গ্রামের বাড়ী ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈয়ার গ্রামে। কসবা থানা অফিসার ইনচার্জ আলমগীর ভ’ইয়া জানান; ঘাতক চালককে বিভিন্ন সুত্র ধরে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে পিকআপের সাথে ধাক্কা লাগার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাকে গতকাল জেল হাজতে পাঠানো হয়েছে।