কসবায় চলছে কঠোর লকডাউন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় চলছে কঠোর লকডাউন। সরকারী নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবার সকাল থেকে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বন্ধ রয়েছে রাস্তাঘাটে সবধরনের পরিবহন চলাচল। শহরে নিত্যপন্যের দোকান ব্যতিত সকল দোকানপাঠ বন্ধ রয়েছে। গ্রামের হাট বাজারগুলোতে প্রশাসনের কঠোর হুশিয়ারী নিত্যপন্যের দোকান ও ফার্মেসী ব্যতিত অন্য কোন দোকান খোলা রাখা যাবেনা। প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে লোকজন যেন আসতে
পারে সে বিষয়েও কঠোর প্রশাসন। সরেজমিনে ঘুরে দেখা যায় লকডাউনের দিন সকাল থেকেই প্রশাসনের লোকজন মোবাইল কোর্ট নিয়ে ঘুরছে উপজেলার বিভিন্ন এলাকায়। দোকান খোলা ও মাস্ক পরিধান না করায় গোপিনাথপুর বাজারের দুই দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও সরকারী নির্দেশনা লকডাউন কার্যকর রাখতে কঠোর অবস্থানে থাকবে স্থানীয় প্রশাসন। প্রতিদিনই চলবে মোবাইল কোর্ট। সকলকে যার যার জায়গা থেকে মানুষকে সচেতন করতে অনুরোধ জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published.