আন্তজার্তিক ডেক্স ॥ বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান দাবাড়ু অভিমন্যু মিশ্র। সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ইউক্রেনের সার্জে কার্জাকিনের গড়া ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে এই রেকর্ড গড়েন অভিমন্যু। গত বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই কীর্তি গড়েন তিনি। তিনি ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ রেটিং টপকে যান। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া অভিমন্যুর এই রেকর্ড ভাঙতে লাগল ১২ বছর ৪ মাস ২৫ দিন।
এর আগে ২০০২ সালের আগস্টে ইউক্রেনের সার্জে কার্জাকিন কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েছিলেন। তখন তার বয়স ছিল ১২ বছর ৭ মাস বয়স। এই বিস্ময় কিশোরের পরিবার থাকে আমেরিকার নিউ জার্সিতে। তবে গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য গত কয়েক মাস ধরেই বুদাপেস্টে রয়েছেন অভিমন্যু। আড়াই বছর বয়সেই দাবার সাথে পরিচয় অভিমন্যুর, এরপর থেকেই দাবায় সর্বকনিষ্ঠ হওয়াটা নিয়মিত ঘটনা তার জন্য। অনূর্ধ্ব-৯ বয়সে বিশ্বে সর্বোচ্চ রেটিং পাওয়া দাবাড়ুও তিনিই।