কসবায় লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহামারী করোনা ভাইরাসে সংক্রমন রোধে সরকারী নির্দেশনা লকডাউনে প্রথম সপ্তাহে কঠোর রয়েছেন প্রশাসন। ১ জুলাই থেকেই বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও সহকারী কমিশনার (ভ’মি) হাছিবা খান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সংক্রামক আইনে জরিমানা করেছেন। এতে লকডাউন বাস্তবায়নে কাজ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঔষধের দোকান, নিত্যপন্যের দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা শহরের গুরুত্বপুর্ন এলাকায় দায়িত্বপালন করছে পুলিশ। এছাড়াও রাস্তাঘাটে অপ্রয়োজনে বাহিরে আসা লোকজনক সচেতনতামুলক পরামর্শসহ স্বাস্থ্যবিধি না মানায় জরিমানাও করা হচ্ছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে টহল দিচেছ বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যন্য আইনশৃংলা বাহিনীর সদসরা।
প্রশাসন সুত্রে জানা যায়, লকডাউনের গত এক সপ্তাজে লকডাউন বিধি লংগন ও স্বাস্থ্যবিধি না মানার কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনার সংক্রামক রোগ প্রতিরোধ আইনে প্রায় ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আইন না মানার কারনে ৪১টি মামলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন; সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন কার্যকর রাখতে সকল প্রক্রিয়া চলমান থাকবে । এ বিষয়ে আমরা জনপ্রতিনিধিগনসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছি। দ্বিতীয় সপ্তাহেও ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ সকল নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.