ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল নিয়ে সংঘর্ষের খবর আর্জেন্টিনার পত্রিকায়

আন্তজার্তিক ডেক্স ॥ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের চরম আকাঙ্ক্ষিত সেই ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল মাঠে গড়ানোর আগেই উত্তেজনা-রোমাঞ্চের পারদ আকাশ ছুঁয়েছে। অপেক্ষার প্রহর যেন হচ্ছে না ফুটবলপ্রেমীদের। কিন্তু দক্ষিণ আমেরিকা থেকে হাজারো মাইল দূরে অবস্থিত বাংলাদেশে সেই উন্মাদনা প্রায়ই লাগামছাড়া হয়ে যায়। এবার তো এমনই কিছু ঘটনার খবর পৌঁছে গেছে খোদ আর্জেন্টিনাতেই।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে এদেশে বাকবিতন্ডা থেকে শুরু করে হাতাহাতি এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলার নামই সবচেয়ে বেশি আলোচনায় আসে। বিশেষ করে গত দুই বছর ধরেই দেশের অন্যতম আলোচিত বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা। সামান্য বিষয় নিয়ে নিয়মিতই জেলাটিতে বহু মানুষ মারামারিতে জড়িয়ে পড়ছে। গত মঙ্গলবার (৬ জুলাই) কোপা আমেরিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা সংঘর্ষে ৪ জন আহত হয়। অবাক করা বিষয় হলো, ওই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘বুয়েন্স এইরেস টাইমস’-এ।
সেই সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, ‘বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি’। উল্লেখ্য, রোববারের ফাইনাল ঘিরে সংঘর্ষের আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ। জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ‘বুয়েন্স এইরেস টাইমস’-এ পুলিশের এই সতর্ক অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ‘কোপা আমেরিকা আর বিশ্বকাপের সময় বাংলাদেশের ১৬ কোটি জনগণের মাঝে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়। লাখ লাখ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তাদের প্রিয় দলের পতাকা নিজেদের বাড়িতে এবং রাস্তায় স্থাপন করে। মাঝেমধ্যে দুই পক্ষে সংঘর্ষও হয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে ১২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থক রাস্তায় পতাকা ওড়াতে গিয়ে মারা যান। তাছাড়া অন্য একটি ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক পিতা ও তার পুত্র মারাত্মক আহত হন।’

Leave a Reply

Your email address will not be published.