পাকিস্তান সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিতে আফগান বাহিনীর তীব্র লড়াই

আন্তজার্তিক ডেক্স ॥ পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং স্পিন বোলডাকের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করার পর গত শুক্রবার তালেবান যোদ্ধাদের সাথে আফগান বাহিনীর সংঘর্ষ হয়েছে। খবর এএফপি’র। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই এএফপি’কে বলেন, বেসামরিক লোকজনের বাড়িতে আশ্রয় গ্রহণকারী তালেবানের বিরুদ্ধে আফগান বাহিনী লড়াই করছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, আফগান বাহিনী সীমান্ত শহরের প্রধান বাজারে অবস্থান করছিল। স্পিন বোলডাকের বাসিন্দা মোহাম্মদ জহির বলেন, ‘সেখানে তীব্র লড়াই চলছে।’
এ সপ্তাহের গোড়ার দিকে তালেবান জঙ্গিরা এ সীমান্ত ক্রসিং দখল করে নেয়। মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের চূড়ান্তভাবে প্রত্যাহার শুরু করার প্রেক্ষিতে মে মাসের গোড়ার দিকে জঙ্গিরা হামলা জোরদার করার পর এ সীমান্তের দখল নেয়। এ সীমান্ত দিয়ে সরাসরি পাকিস্তানের বেলুচিস্তানে প্রবেশের সুযোগ থাকায় এটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালেবান শীর্ষ নেতৃত্ব গত কয়েক দশক ধরে এখানে ঘাঁটি গেড়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.