ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা পৌর এলাকার শীতল পাাড়ার বিশিষ্ট সমবায়ী প্রগতিশীল নারী নেত্রী পেয়ারা বেগম (৭০) গতকাল সোমবার ভোররাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি কসবা সরকরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম জুলফু মিয়ার স্ত্রী। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে কসবা কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও সিডিসি’র অধ্যক্ষ মো.সোলেমান খান, আড়াইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম মৃদুল ও মরহুমার পুত্র আশিকুল ইসলাম। পেয়ার বেগম প্রাক্তন মন্ত্রী ও মুসলিম লীগ নেতা টি.আলী সাহেবের ভাইয়ের মেয়ে। পরে শাহপুরে মরহুমার পৈত্রিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।