ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মো.সোলেমান খানের বড় বোন এবং কসবা মহিলা ডিগ্রী কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও পৌর সদরের শীতলপাড়া গ্রামের বিশিষ্ট সমবায়ী মরহুম তাজুল ইসলাম মুতি মিয়ার সহধর্মিনী রোশন আরা বেগম (৬৮) গতকাল সোমবার ভোরে ঢাকার মহাখালী করোনা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ….রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ আছর কসবা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে এলাকার বিশিষ্টজনরা গভীর শোক ও সমবেদনা প্রকাক করেছেন।