করোনা ঠেকাতে আমলাদের রাস্তায় নামান; জাফরুল্লাহ চৌধুরী

প্রশান্তি ডেক্স ॥ করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে আমলাদের রাস্তায় নামানোর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমলাদের সচেতনতার কাজে ব্যবহার করুন। তাঁদের বসিয়ে বসিয়ে আর কত দিন বেতন খাওয়াবেন।’ গত  বুধবার দুপুরে কারওয়ান বাজার এলাকায় গণসচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, করোনা পরিস্থিতি আরও ক্ষতির দিকে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। প্রতিদিন কয়েক শ লোক হাসপাতালে ভর্তি হচ্ছে।

করোনা নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, তারা একে অপরকে দোষারোপ করছে। গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলা হচ্ছে এবং তাতে করোনার বিস্তার আরও বাড়ছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের ৫০ শতাংশ মানুষের মাস্ক না পরা সরকারের বড় ব্যর্থতা। করোনা প্রতিরোধে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারবে। সে কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেএসডির কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, গণফোরাম নেতা মোস্তাক আহমেদ, গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.