গায়ে হলুদ শেষ, বিয়ের দিন প্যান্ডেলেই বরের জানাজা!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   গায়ে হলুদ হয়ে গেছে বুধবার। রাত পোহালেই বৃহস্পতিবার দুপুরে বিয়ে। এ উপলক্ষে সাজানো হয়েছে পুরো বাড়ি। আত্মীয়-স্বজন তারাও এসেছেন বিয়ে বাড়িতে। সব প্রস্তুতিই প্রায় শেষ। রাতে ঘুমিয়ে পড়েন সবাই। সঙ্গে বরও। তবে সেই ঘুম থেকে আর ওঠেননি। পরদিন বিছানায় পাওয়া যায় নিথর দেহ।

এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামে। মৃত বর আল-আমিন ওই গ্রামের আলম আকন্দের ছেলে। মৃত্যুর খবরে মূহুর্তে বিয়ে অনুষ্ঠান পরিণত হয় শোকে।

গত বৃহস্পতিবার উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামে এক তরুণীর সঙ্গে বিয়ের দিন ধার্য ছিল আল আমিনের। বুধবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি পরিবারের।

নিহতের বাবা আলম আকন্দ জানান, আল-আমিনের মৃত্যুর ব্যাপারে কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই।

দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান আল-আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিনের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি কেউ থানায় অবগত না করায় তাদের কিছুই জানা নেই। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.