চাঁদের মাটিতে নারী মহাকাশচারী পাঠাচ্ছে আমিরাত

আন্তজার্তিক ডেক্স ॥ মহাকাশ গবেষণা একসময় আমেরিকা এবং রাশিয়ার একচেটিয় আধিপত্য ছিল। সেখানে পরে ভাগ বসিয়েছে ইউরোপের অনেক দেশ, সম্প্রতি প্রবল গতিতে এগিয়ে আসছে চীন। ভারতও এই কাজে পিছিয়ে নেই। কিন্তু আরবের দেশগুলো বরাবর এ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। 

কিন্তু এবার বড় পদক্ষেপ নিল সংযুক্ত আরব আমিরাত। চাঁদে মানুষ পাঠাতে চলেছে তারা। আরও বড় খবর হলো যে, সংযুক্ত আরব আমিরাতের হয়ে যে দুই জনের চাঁদের মাটিতে হাঁটার সৌভাগ্য হতে চলেছে, তাদের একজন নারী।  

আরবের দেশগুলোতে নারীদের ওপর এখনও অনেক রকমের বিধিনিষেধ রয়েছে। গাড়ি চালাতে না দেওয়া, স্টেডিয়ামে খেলা দেখতে না দেওয়ার মতো নানান ফতোয়া রয়েছে মেয়েদের ওপর। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা সংস্থা যে দুই জনকে চাঁদে যাওয়ার জন্য নির্বাচন করেছে, তাদের একজন ৩২ বছর বয়সি মোহম্মদ আলমুল্লা। অন্যজন ২৮ বছরের নোরা আলমাত্রুশি। 

জানা গেছে, দুবাই পুলিশের হেলিকপ্টার চালানোর ভালো অভিজ্ঞতা আছে আলমুল্লার। এদিকে, চাঁদে যাওয়ার ছোটবেলার স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দে ভাসছেন নোরা। বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরাতে দের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের পথিকৃৎ হয়ে উঠতে পারেন নোরা।   

Leave a Reply

Your email address will not be published.