ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে উপজেলার অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে আইনমন্ত্রী ও দলীয় নেতৃবৃন্ধের পক্ষ থেকে ২২ লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরন করা হবে । রোববার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুই হাজার দুইশত অসহায় ও দরিদ্র পরিবার পাবে এ খাদ্য সামগ্রী।
দলীয় নেতৃবৃন্দ জানায়, ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে এলাকার সাংসদ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ভাচুয়ালী উদ্বোধনের মাধ্যমে প্রতি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। প্রতি ইউনিয়নে ২শত অসহায় ও কর্মহীন, দরিদ্র পরিবার পাবে এই খাদ্য সহায়তা। এ উপলক্ষে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দলীয় নেতৃবৃন্দের নেতৃত্বে চলছে প্যাকেজিংয়ের কাজ। পিকআপে করে প্রতি ইউনিয়নে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। প্রতি পরিবার পাচ্ছে ১০ কেজি চাল এবং সাথে আলু, তেল, ডাল, লবন ও সাবানসহ অন্যান্য সামগ্রী। অন্যান্য বছর কাঙ্গালীভোজের আয়োজন হলেও এবার আইনমন্ত্রীর নির্দেশনায় অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলাকার সকল মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থনা করা হবে। খাদ্য সহায়তা কার্যক্রমে আইনমন্ত্রী’র পক্ষ থেকে ৫ লাখ টাকা এবং দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ১৭ লাখ টাকাসহ মোট ২২ লাখ টাকার খাদ্য সামগ্রী প্রদান করা হবে।
উপজেলা চেয়ারম্যান এডভোকেট্ রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন বলেন, গত ১২ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভায় আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে কাঙ্গালীভোজের পরিবর্তে মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে।