উত্তাল আফগানিস্তান; ৩৯৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য

আন্তজার্তিক ডেক্স ॥ যুক্তরাজ্য সরকার চলতি বছর আফগানিস্তানে মানবিক ও উন্নয়ন সহায়তাকে দ্বিগুণ করে ২৮৬ মিলিয়ন পাউন্ড (৩৯৩.৩৪ মিলিয়ন ডলার) করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বুধবার রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অন্যদের প্রতি আহ্বান জানাই যে আমাদের নেতৃত্ব অনুসরণ করুন, যেন সবচেয়ে দুর্বল আফগান নাগরিকও তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা পায়।’
এর একদিন আগেই, যুক্তরাজ্য তাদের নতুন পুনর্বাসন কর্মসূচির প্রথম বছরে তালেবানের ভয়ে পালিয়ে আসা ৫ হাজার আফগান শরণার্থীকে স্বাগত জানানোর পরিকল্পনা ঘোষণা করেছে। যা নারী, মেয়ে, ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুদের অগ্রাধিকার দেবে। তারা অন্যান্য দেশগুলোকেও আফগান শরণার্থীদের সাহায্য করার আহ্বান জানিয়েছে।
সূত্র: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published.