১৫ এবং ২১শে আগষ্ট একই সূত্রে গাঁথা। একই গাছের চারাদ্বয় এবং একই গোষ্টি, গোত্র, দল ও বর্ণের দ্বারা বর্বরোচিত নি:শংস হামল। শ্রদ্ধা এবং বিনয়ের সঙ্গে স্মরণ করছি সকল শহীদদের এরং হামলার স্বীকার সকলকে। সকলের প্রতি ভালবাসা, কৃতজ্ঞতা এরং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে মহান খোদার দরবারে মোনাজাত করি সকলের জন্য।
আল্লাহ মৃতদের বেহেস্তের সুউচ্চ মাকামে পৌঁছে দিন আর অসুস্থ্যদের এরং সুস্থ্যদের নেক হায়াত এবং সুস্থ্যতা দান করে সামনে এগিয়ে যাওয়ার যোগানে সমৃদ্ধ করুন।