ইসরায়েল থেকে আড়িপাতা যন্ত্র কেনার প্রশ্নই আসে না; স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ ইসরায়েল থেকে বাংলাদেশ আড়িপাতা যন্ত্র কখনও আমদানি করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ইসরায়েল আড়িপাতার যন্ত্র বিক্রির জন্য বিশ্বজুড়ে মার্কেটিং করে। বাংলাদেশের সঙ্গে কখনোই ইসরায়েলের বাণিজ্যিক চুক্তি ছিল না এবং এখনও নেই। ফলে আড়িপাতার যন্ত্র কেনার প্রশ্নই আসে না। গত বৃহস্পতিবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েলের বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনোই মানবাধিকার লঙ্ঘন করেনি। বাংলাদেশ মানবাধিকার সংস্থার সদস্য। এ কারণে মানবাধিকার সমুন্নত রাখতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
বরিশালে ইউএনওর বাসায় হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনা এখন তদন্তাধীন। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কার ভূমিকা কী ছিল। কেউ ভুল-ভ্রান্তি করে থাকলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.