সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রশান্তি ডেক্স ॥ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ কমিটি। সংগঠনের সদস্য সচিব এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর নিদের্শে বৃহস্পতিবার দুপুরে উপকমিটির সদস্যরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমানের নিকট চিকিৎসকদের জন্য শুভেচ্ছা উপহার সামগ্রী হস্তান্তর করেন। এসময় উপকমিটির সদস্য আখলাকুর রহমান মাইনু, ডা. আনোয়ার হোসেন, মিজানুর রহমান খান, আমিনুর রশিদ দুলাল উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে আখলাকুর রহমান মাইনু বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর নিদের্শনায় আমরা সম্মুখসারির করোনাযোদ্ধা চিকিৎসকদের শুভেচ্ছা উপহার পৌছে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published.