ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাণবাড়িয়ার কসবায় গত শনিবার বিকেলে উপজেলার বায়েক এলাকা থেকে গাঁজা পাচারকালে ১০ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রঘুরামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে মেহেদী হাসান হৃদয় (২০) ও কায়েমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আল আমিন (২৮)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছেন পুলিশ। কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান; গত শনিবার বিকেলে পুলিশ বায়েক এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের সন্দেহ হলে একটি সিএনজি থামিয়ে তল্লাশী করে । এসময় সিএনজি ভিতর চালনীর মধ্যে রাখা ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।