১৫৭ মাছের দাম ১ কোটি ৩৩ লাখ রুপি

আন্তজার্তিক ডেক্স ॥ ভারতের মহারাষ্ট্রের পালঘরের কয়েকজন জেলে সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। গভীর সমুদ্রে বিভিন্ন মাছের পাশাপাশি তারা পেয়েছিলেন ১৫৭টি ঘোল মাছ। এই মাছই বদলে দিয়েছে তাদের জীবন। মাছগুলো ভারতীয় মুদ্রায় বিক্রি হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকায়।
গত শনিবার চন্দ্রকান্ত তারে নামে এক জেলে আটজন সহকর্মীকে নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন। সেই যাত্রাতেই তাদের জালে ধরা পড়েছে এসব মাছ। তারপর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয়।
সেখানেই উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা কিনেছেন এসব মাছ। ঘোল মাছ ‘সি গোল্ড’ নামেও পরিচিত। এর বিজ্ঞানসম্মত নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এই মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধন তৈরির কাজে ব্যবহত হয়। ওষুধ, প্রসাধন, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতাসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এই মাছ।
হংকং, মালয়েশিয়া, তাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এই মাছের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু দূষণের জন্য অনেক কমেছে ঘোল মাছ। তা পেতেই ভাগ্য ফিরতে চলেছে ওই মৎস্যজীবীদের।

Leave a Reply

Your email address will not be published.