পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রী নিয়োগ দিলো তালেবান

আন্তজার্তিক ডেক্স ॥ পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান। তালেবান অন্তবর্তীকালীন যে মন্ত্রিসভা গঠন করেছে সেই তালিকায় এই মন্ত্রীর নাম রয়েছে। ১৫ আগস্ট কাবুল দখল করার পর গত মঙ্গলবার সরকার গঠন করেছে তালেবান। আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন ইংরেজি ও পশতু ভাষায় তালেবানের নিয়োগপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা শেয়ার করেছেন।ইংরেজি ভাষায় যে তালিকা তিনি শেয়ার করেছেন সেখানে পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রীর নাম নেই। তবে পশতু ভাষায় যে তালিকা শেয়ার করেছেন সেখানে তার নাম রয়েছে।
তালেবান মন্ত্রিসভায় জায়গাপ্রাপ্ত এই পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রীর নাম মোল্লা মোহাম্মদ খালিদ। তালেবানের ১৯৯৬-২০০১ সালের শাসন আমলেও এই পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রী ছিল। কিন্তু ২০০১ সালে যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে উৎখাত করে হামিদ কারজাইকে ক্ষমতায় বসালে তিনি এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে হজ ও ধর্ম মন্ত্রণালয় নামকরণ করেন। বিগত শাসনামলে তালেবান কঠোর শরিয়াহ আইন চালু করেছিলো। এবার তারা কিছুটা উদারতা দেখানোর ঘোষণা দিলেও শরীয়াহ আইনে তালেবান কোনো পরিবর্তন আনবে না বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.