আন্তজার্তিক ডেক্স ॥ উদ্ভট সব মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বক্সিংয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। ট্রাম্প বলেন, বক্সিং লড়াইয়ে বাইডেনকে আমি হারিয়ে দিতে পারব। গত বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেন বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন ও ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। ট্রাম্প আরও বলেন, বাইডেনের সাথে আমি খুব সহজেই জিতে যাব। ইভান্ডার হলিফিল্ড বনাম ভিটর বেলফোর্টের মধ্যকার বক্সিং লড়াইয়ের প্রচারণায় তিনি এসব কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, বক্সিং লড়াই হলে বাইডেন খুব দ্রুতই আমার কাছে ধরাশায়ী হবেন। বক্সিং লড়াইয়ের ওই প্রচারণা অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে এসব কথা বলেন তিনি। ট্রাম্পের নতুন এই মন্তব্য ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।