কিমকে দেখে অবাক নেটদুনিয়া…

আন্তজার্তিক ডেক্স ॥ সেনাবাহিনীর প্যারেডে সম্প্রতি অংশ নিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সে দেশের জাতীয় টিভি চ্যানেলে গত বৃহস্পতিবার দেখানো হয়েছে ওই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কিমকে দেখে অবাক হয়েছেন অনেকেই। আগের তুলনায় অনেকটা রোগা লাগছে তাকে। বদলেছে তার চুলের ধরনও।
আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন শপথ নেওয়ার পর এটাই ছিলো উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রথম অনুষ্ঠান। যদিও অন্য বছরের মতো এ বছরের অনুষ্ঠানে বিশেষ অস্ত্রের প্রদর্শন দেখা যায়নি। কিন্তু কিমের চেহারার আমূল পরিবর্তন নজর কেড়েছে সকলের। পিয়ং ইয়ংয়ের কিম ২ সাং স্কোয়ারের অনুষ্ঠানে কিমকে দেখা গিয়েছে হালকা রঙের স্যুট পরে বাহিনীর উদ্দেশে হাত নাড়ছেন। তবে এদিন কোনো বক্তৃতা দেননি তিনি। ঘণ্টাখানেক ধরে মন দিয়ে দেখেন তার বাহিনীর কসরত। জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার এক সাংসদ জানিয়েছেন, গত কয়েক মাসে প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন কিম। তারপর প্রথম বার দেখা গেলো তাকে। কিমের চেহারার এই পরিবর্তন দেখে অবাক তার নেটদুনিয়া। সেনাবাহিনীর অনুষ্ঠানে কিমের চুলেক ছাঁটও নজর কেড়েছে। নিজের দাদু এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ২ সাং-এর মতো তার চুলের ধরনও নজর এড়ায়নি নেটাগরিকদের।

Leave a Reply

Your email address will not be published.