আফগান সংকটের দায়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তজার্তিক ডেক্স ॥ আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার সময় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগ। দেশটির আইনপ্রণেতাদের সমালোচনার মুখে গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন ও পশ্চিমা বাহিনীর সেনা প্রত্যাহার করা হয় আগস্টের শেষে। এর আগে সেখানে অবস্থারত বিভিন্ন দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মীদের সরিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে যেসব আফগান পশ্চিমা বাহিনী ও বিভিন্ন সংস্থার হয়ে কাজ করেছেন, তাঁদেরও সরিয়ে নেওয়া হয়।
কিন্তু তড়িঘড়ি করে এ কাজ করতে গিয়ে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ ছাড়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বোমা হামলায় ১৭০ জনের বেশি মানুষ সেখানে প্রাণ হারায়। এ জন্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সমালোচনার মুখেও পড়ে। তবে কেউ এসব ব্যর্থতার দায় নেয়নি। এই প্রথম কোনো দেশের মন্ত্রী সেই দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগের পদত্যাগের আগে বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়। এ আলোচনায় দেশটির আইনপ্রণেতারা অভিযোগ করেন, তাঁদের সরকার আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নিতে ধীরগতিতে পদক্ষেপ নিয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে অনেক আফগানকে ফেলে এসেছে। এই আফগানদের কাবুল থেকে বের করে আনা উচিত ছিল। এ–সংক্রান্ত একটি প্রস্তাবও পাস করেছেন আইনপ্রণেতারা।
আইনপ্রণেতাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন কাগ। তিনি স্বীকার করেছেন, নাগরিকদের সরিয়ে নিতে ধীরে হেঁটেছে সরকার। এ ছাড়া তালেবানের উত্থান নিয়ে সতর্কবার্তা আসার পর সরকারেও একধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আগস্টের শেষ দুই সপ্তাহে প্রায় দুই হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয় নেদারল্যান্ডস। কিন্তু ডাচ বাহিনীর সঙ্গে যেসব আফগান কাজ করেছেন, তাঁদের সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। কাগ বলেন, ভুল ধারণার ভিত্তিতে পদক্ষেপ নিয়েছিল সরকার।

Leave a Reply

Your email address will not be published.