ভজন শংকর আচার্য্য, কসবা (ব্র্হ্মাণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথমদিনে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিতরন করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মো.নাজমুল আলম খান বেদন। বিদ্যালয়ে সরকারী নির্দেশনা অনুযায়ী সচেতনতামুলক ব্যানার,ফেষ্টুন, শিক্ষার্থীদের জন্য হাত ধোয়ার জায়গা এবং স্যানিটাইজারের ব্যবস্থা করেন। পরে বিদ্যালয়ে ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে বাড়ি থেকে আসা ও পাঠ গ্রহন করার পরামর্শ দেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর খান, সিনিয়ন শিক্ষক তাজুল ইসলাম, আরিফুল ইসলাম ও সাংবাদিক রুবেল আহমেদসহ সকল শিক্ষকগন ও কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীগন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দিপুমনিকে ধন্যবাদ জানান।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post