স্টাফ রিপোর্টারঃ গত (১৭ সেপ্টেম্বর ২০২১) রাজধানী ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে দিনব্যাপী ব্লাড ডোনার কমিউনিটি ও রক্তযোদ্ধা পরিষদ বাংলাদেশ যৌথভাবে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এসময় পথশিশু, সুবিধা বঞ্চিতদের মাঝে ও এতিমখানায় খাবার বিতরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়। দি ইউনিভার্সিটি অব কুমিল্লার বোর্ড অব ট্রাষ্টিজের ভাইস চেয়ারম্যান ব্লাড ডোনার কমিউনিটির উপদেষ্টা এস এম মামুন উর রশিদের সভাপতিতেব অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলা’র সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইউনিভাসিটি অব কুমিল্লার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হানিফ খান। ব্লাড ডোনার কমিউনিটির পরিচালক মোঃ লোকমান হাকিম ও রক্তযোদ্ধা পরিষদ বাংলাদেশের সভাপতি শেখ রিপন ইসলাম বক্তব্যে গত এক বছরে প্রায় দশ হাজার ব্যাগ রক্ত প্রদান করেছেন বলে দাবী করেন। এছাড়া পথশিশুদের খাবার বিতরন, শীতার্তদের মধ্যে কম্বল বিতরন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালনসহ নানাবিধ সেবামুলক কর্মকান্ডের কথা উল্লেখ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে এধরনের কার্যক্রমে সম্পৃক্ত তরুনদের উচ্চাসিত প্রসংশা করেন। অন্যান্য বক্তাগন ব্লাড ডোনার কমিউনিটি ও রক্তযোদ্ধা পরিষদ বাংলাদেশ এর গত এক বছরের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন ও সকলকে এ ধরনের কর্মকান্ডের সহিত সম্পৃক্ত থাকতে উৎসাহিত করেন। অনুষ্ঠানে মানবসেবায় কাজ করে এধরনের প্রায় ৩৬টি সংগঠনের স্বেচছাসেবীদের সম্মাননা স্বারক প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়। বেলা তিনটায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা পরিষদ বাংলাদেশ এর সহ-সভাপতি দেলোয়ার রিজু, পরিচালক মোঃ মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার (তানিশা), যুগ্ন সাধারণ সম্পাদক এস. এম. মাসুদ, প্রচার সম্পাদক ইমামুল হক তুহিন, ব্লাড ডোনার কমিউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, সহকারী-পরিচালক মোঃ ইমামুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মুছাব্বির মাহফুজ মুন্না, চিকিৎসা বিষয়ক সম্পাদিকা ছোয়া ইসলাম প্রমুখ।