কসবায় দুই মহিলা ছিনতাইকারী আটক

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় গত মঙ্গলবার সকালে সৈয়দাবাদ এএস মনিরুল হক উ্চচ বিদ্যালয়ে স¥ার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কালে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইকালে হাতে নাতে দ্ইু নারী ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে আটককৃত দুই নারী ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত দুই নারী ছিনতাইকারীকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার সকালে উপজেলার হাজিপুর গ্রামের জনৈকা আনোয়ারা বেগম (৫০) সৈয়দাবাদ এএস মনিরুল হক উ্চচ বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র আনতে যান।
সেখানে গিয়ে মহিলাদের সাথে লাইনে দাড়িয়ে থাকা অবস্থায় পেছনে থাকা এক মহিলা ঘা ঘেঁষাঘেঁষি করে স্বর্ণের চেইন ছিড়ে ফেলে। আনোয়ার বেগম চিৎকার দিলে মাঠে থাকা লোকজন তাদের আটক করে। আটককৃত ছিনতাইকারীরা হচ্ছে জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের নুর আলমের স্ত্রী মর্জিনা বেগম (২০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার লাহাইল গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী জেসমিন আক্তার। কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন; স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম চলাকালে সৈয়দাবাদ গ্রামে ছিনতাইকালে দুই নারীকে ধরে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে তাদের আটক করে থানা নিয়ে আসা হয়। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.