সাফারি পার্কে সাদা সিংহের মৃত্যু

প্রশান্তি ডেক্স ॥ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সাদা রঙের একটি সিংহের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সিংহটির মৃত্যু হয় বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, গত  শুক্রবার বিকাল ৪টার দিকে পার্কের কোর সাফারির সিংহ বেষ্টনীতে প্রতিদিনের মতো খাবার দিতে গেলে পাঁচটি সিংহের মধ্যে চারটি সিংহ খাবার খেতে আসলেও একটি আসেনি।

সেখানে ওই সিংহটির নিথর দেহ দেখা যায়। পরে সাফারি পার্কে কর্মরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে সিংহটির মৃত্যু নিশ্চিত করে।

তবে ৮/৯ বছর বয়সে মারা যাওয়া সিংহটির মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।

সাফারি পার্কে ১৩টি সিংহের মধ্যে দুটি সাদা সিংহ ছিল। এর মধ্যে এই সিংহটির মৃত্যুর পর এখন মাত্র একটি সাদা সিংহ রয়েছে।

সাফারি পার্কে কর্মরত ভেটেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাঈন জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সিংহটি তুলনামূলকভাবে একটু বেশি মোটা ছিল; তাই হিডস্টোক করে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, সিংহটি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের জন্য ঢাকা সেন্টাল ডিজিস ইনভেস্টিগেশন ল্যাবে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.